বিশেষ প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামের শুকুর আলী ছেলে রমজান আলী (১৬) বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। গতকাল সকাল ৭টার দিকে শ্রীফলকাঠি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্নে মৌতলা গ্রামের সোহরাব মোড়লের ছেলে সামিউল আলম এর মৎস্য প্রকল্প মোড়ল ফিসের পানিতে ফেলে রাখা বৈদ্যুতিক তারে পিষ্ট হয়ে রমজান (১৬) মমর্মান্তিক মৃত্যু হয়। জানা যায়, পূর্ব হতে ঘের মালিকরা ইচ্ছাকৃত ভাবে ফেলে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনা স্থলে রমজানের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে ঘেরের রাস্তায় ইমরান নামের একজন গরুর খাওয়ার জন্য ঘাস কাটতে গেলে বিদ্যুতে তারে শক খেয়ে সে মাটিতে পড়ে যায়। কিছু দিন পুর্বে একই গ্রামের শিখা রানি(৪০) স্বামী সুবোল মন্ডল ঐ ঘেরের বিদ্যুতের তারে শক খায়। তার অবস্থা খারাপ হলে হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেক টাকা খরচ করে এ যাত্রায় বেচে যায়। তার চিকিৎসা খরচ দিতে চাইলেও পরে দেয়নি।
একই ঘেরের বিদ্যুতের তারে পিষ্ট হয়ে আবু নামক একজনের গরু মারা যায়। এমন জঘন্য অপরাধ করে বারবার পার পেয়ে যাচ্ছে ঘের মালিক সামিউল আলম। এ বিষয়ে জানতে ঘের মালিক সামিউল আলম এর মুঠোফোনে জানতে চাইলে তার ব্যবহৃত নাম্বার টি বন্ধ পাওয়া যায়। ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী । এদিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শুকুর আলী, শ্যামনগর থানার এসআই খবির উদ্দিন সহ ইউপি সদস্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply