শ্যামনগর ব্যুরো ঃ
১২ আগষ্ট সকাল ১১টায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতি শ্যামনগর উপজেলা শাখার এক সভা বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির শ্যামনগর উপজেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক শেখ আবু সাঈদের সভাপতিত্বে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আলী আশরাফ। সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নির্মম হত্যাকান্ডে নিহত জাতির পিতা শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বংগমাতা শেখ ফজিলাতুন্নেছা সহ সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক জি, এম, আয়ুব আলী, ব্রজেন মন্ডল, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, অসিত মন্ডল, তাপস মন্ডল, প্রাক্তন মেম্বর আবুল কাশেম, শফিকুল ইসলাম, আলমগীর হোসেন, মুজিবর রহমান, সাজিদা খাতুন, জোৎøা রানী, আদম আলী মাঝি, সুখপদ হালদার, আফছার আলী প্রমুখ। সভায় পরিপত্র অনুযায়ী মৎস্যজীবি সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে টাক্সফোর্স কমিটির মাধ্যমে যাচাই বাছাই পূর্বক মৎস্যজীবি জেলে তালিকা দ্রুত হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানানো হয়। এছাড়া, মৎস্যজীবি জেলেদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। নির্বাচিত জেলে পল্লীগুলোতে দ্রুত কার্য্যক্রম পরিচালনার জন্য এস, ডি, এফ কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানানো হয় এবং মৎস্য আইন মেনে চলার জন্য সকল মৎস্যজীবি জেলেদের প্রতি আহ্বান জানানো হয়।
Leave a Reply