সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাবে এমপি রবি: করোনা পজিটিভ হওয়ায় আপনজন থাকতে ও সেদিন স্কয়ার হাসপাতালে একাকিত্ব আমাকে কাঁদিয়েছিল


নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাবের উদ্যোগে কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের উন্নত চিকিৎসা ও দ্রুত আরোগ্য লাভের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের নিকট ১টি হাই-ফ্লো নাজেল ক্যানোলা এবং দু’টি বিআইপিএপি মেশিন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় টাউন স্পোটিং ক্লাবের সভাপতি আলহাজ¦ শেখ আজহার হোসেন’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য টাউন স্পোটিং ক্লাবের উপদেষ্টা নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘করোনা পজিটিভ হওয়ায় আপনজন থাকতেও সেদিন স্কয়ার হাসপাতালে একাকিত্ব আমাকে কাঁদিয়েিেছল। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি স্বাস্থ্য বিধি মেনে সকলকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। করোনা কি জিনিষ একমাত্র যার হয়েছে সেই বুঝেছে। আমার করোনা পজিটিভ হওয়ায় আমি সাতক্ষীরা থেকে ঢাকা স্কয়ার হাসপাতালে পৌছালে আমার সন্তান আমার কাছে আসতে চাইলে আমি তাকে নিষেধ করি। ডাক্তাররা যখন পরীক্ষার জন্য স্যাম্পল নিচ্ছিল এবং যখন আমাকে হাসপাতাল বেডে নিয়ে যাচ্ছিল তখন আমার দুই চোখ দিয়ে অশ্রু ঝরছিল। কারণ তখন আপনজন থাকতেও পাশে নেই। এই একাকিত্ব আমাকে কাঁদিয়েছিল। মহান আল্লাহ যেন কাউকে এই করোনা নামক অদৃশ্য ব্যাধি না দেয়। তাই সকলের কাছে আমার নিবেদন করোনা প্রতিরোধে সবাই সজাগ ও সতর্ক থেকে স্বাস্থ্য বিধি মেনে চলি। টাউন স্পোটিং ক্লাবকে অন্তর থেকে ধন্যবাদ জানাই তারা করোনা রোগীদের জীবন বাঁচাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এই অক্সিজেন মেশিন দেওয়ার জন্য।’
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ্ উদ্দীন আহমেদ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল’র তত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম প্রমুখ। সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাবের পক্ষ থেকে কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের উন্নত চিকিৎসা ও দ্রুত আরোগ্য লাভের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের নিকট ৪ লক্ষ ৮২ হাজার টাকা ব্যয়ে ১টি হাই-ফ্লো নাজেল ক্যানোলা এবং দু’টি বিআইপিএপি মেশিন হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যাণার্জী, সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাবের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, এ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আ.ম আক্তারুজ্জামান মুকুল, মীর তাজুল ইসলাম রিপন, কবিরুজ্জামান রুবেল, কায়ছারুজ্জামান হিমেল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাবের দপ্তর সম্পাদক সরোজ কুমার দে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *