শ্যামনগরে সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে করোনা আক্রান্ত শ্যামনগরে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।

রোববার সকাল ১০ টায় উপজেলা সদরে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন ৫৫, পদাতিক ডিভিশন। বিকাল ৩ টা পর্যন্ত পরিচালিত মেডিকেল ক্যাম্পে নেতৃত্ব দেন অধিনায়ক লেঃ কর্নেল নাসির উদ্দীন আহম্মেদ।

উপজেলার ১২ টি ইউনিয়ন হতে আগত তিন শতাধিক রোগীকে বিভিন্ন ধরনের চিকিৎসা সহায়তা করেন লেঃ কর্নেল ডাঃ রেজওনুল হক, লেঃ কর্নেল ডাঃ ফাতেমা জেরিন খান, ক্যাপ্টেন ডাঃ সাবরিনা শারমিন বৃষ্টি ও ক্যাপ্টেন ডাঃ রুবানা সাঈদ। এসময়ে চিকিৎসা সেবাসহ রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *