বিশ্বে দুই কোটির বেশি করোনায় আক্রান্ত

কোভিড-১৯ সংক্রমণ বেড়েই চলেছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। বিশ্বে এরই মধ্যে দুই কোটির বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন ৭ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ।

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন দুই কোটি ২৪ হাজার ২৬৩ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ২৮ লাখ ৯৮ হাজার ২৩৮ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৩ হাজার ৯৯৫ জনের। আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন ৬৩ লাখ ৯২ হাজার ৩০ জন।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। তবে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির সব অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৫২ লাখ। মারা গেছেন দেড় লাখের বেশি মানুষ। এই ভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও রাশিয়া।
ওয়ার্ল্ডওমিটারসের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ৯৯ হাজার ৪৪৪ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৬৫ হাজার ৬১৭ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *