তালা ইসলামকাঠী ইউনিয়ানে রাস্তা হলো ঘেরের ভেড়ি

ইসলামকাটি তালা প্রতিনিধি: তালা উপজেলার ইসলামকাঠী ইউনিয়ানের ঘোনা বাজার হতে মোহোনার বাজার র্পযন্ত পাকারাস্তাটির বেহালদশা । রাস্তাটি সংস্কার হয়েছে মাত্র তিন মাস। কিন্তু সংস্কার হতে না হতেই ধসে পড়েছে বহু জায়গাই । কারন রাস্তার পাসে কোনো বাধ না দিয়ে রস্তাকে ভেড়িহিসাবে ব্যবহার করছে দুটি ঘের ব্যবসাই । তারা রাস্তার পাশে আলাদা করে যদি ভেড়ি দিতো তাহলে। এই রাস্তাটি এত তাড়াতড়ি নষ্ট হত না । রাস্তাটি উদ্ধতন কর্মকর্তা পরিদর্শন পূর্বক ব্যবস্তা গ্রহন করার জোর দাবি এলাকাবাশীর । এ ব্যাপারে এলাকাবাশীর সাথে কাথা বলতে চাইলে রব গাজী ,আমিনুর গাজী ,আফসার মু¯œী, আতিয়ার শেখ সহ আরও অনেকে জানায় তাদের দূরভোগের কথা । তারা বলেন এই অসাধুু ঘের ব্যবসায়ী মঞ্জু চেরম্যান ও মধু মুস্তাক অপরিকল্পি ভাবে পুল দুইটির মুখ বালির বস্তা দিয়ে ভরাট কওে রেখেছে (লোকেশন গোনডাঙ্গ ও কাজিডাঙ্গা পুল ) । এভাবে মাছ চাষ করে আচছে বিগত কয়েক বছর ধরে। সাধারণ মানুষ রাস্তাটির পাশ দয়িে বাধ বা ভেড়ির ব্যপারে ঘের ব্যবসাই সাথে কাথা বল্লে তারা বলনে, সরকারি রাস্তা সরকার বোঝবে। এব্যপারে স্থানীয় চেয়ারম্যান বাবু সুবাশ শেনের কাছে জানতে চাইলে তিনি বলেন ‘আমি বিষায়টি নিয়ে উপজেলর সাথে কথা বলেছি । তিনি আরও বলেন ঘের ব্যবোসাই দের হাত আনেক লম্ব । তবে আমি বিষয়টি দেখছি ।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *