কালিগঞ্জ (শহর) প্রতিনিধি: নারীকণ্ঠ উন্নয়ন সংস্থা (এনইউএস) কিশোরী প্রজেক্টের আয়োজনে গতকাল সকাল ৯টায় কালিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে কিশোরী প্রতিবন্ধীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সক্ষমতার বৃদ্ধিমূলক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) এর সহযোগিতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। স্বাস্থ্য পরিদর্শক প্রশান্ত সরকারের সভাপতিত্বে ওয়ার্কসপে শুভেচ্ছা বক্তব্য রাখেন নারীকণ্ঠ উন্নয়ণ সংস্থা প্রজেক্টের সুপারভাইজার নাফিজা খাতুন। ওয়ার্কসপে ঢাকা থেকে অনলাইনে প্রশিক্ষন প্রদান করেন সংস্থার প্রশিক্ষক ইকবল হোসেন মাহামুদ। প্রশিক্ষন প্রদান ও কারিগরি সহায়তায় ছিলেন প্রজেক্টের কো-অর্ডিনেটর মুজিবর রহমান। মুক্ত আলোচনায় প্রতিবন্ধীদের যৌন প্রজনন ও স্বাস্থ্য অধিকার বিষয়ে আলোচনা করেন তারালী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রনজিৎ কুমার ঘোষ, উকশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, ইউ.পি সদস্য মনিরুজ্জামান মনি, প্রমূখ। কর্মশালায় প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য প্রতিবন্ধীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার দক্ষতাবৃদ্ধি অধিকার আদায়ের করণীয় ও অভিভাবকদের দায়িত্ব বণ্টন সহ গ্রুপ ওয়ার্ক মাধ্যমে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি করা হয়। প্রকল্পটি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ দেবহাটা ও আশাশুনি তিনটি উপজেলার ষোলটি ইউনিয়নের কিশোরী প্রতিবন্ধী ৬৪৫ জন তাদের যৌন প্রজনন ও স্বাস্থ্য অধিকার বিষয়ে দক্ষতা সহ সার্বিক বিশেষ সচেতন হতে এই প্রকল্পটি কাজ করবে। ওয়ার্কসপে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধীদের অভিভাবক, ইউ.পি সচিব উপস্থিত ছিলেন।
Leave a Reply