তালা প্রতিনিধি: তালায় করোনা জয় করলেও ব্লাড ক্যান্সারের কাছে হেরে গেল শিশু রিয়াদ হোসেন (১৪)। রাতে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। সপ্তম শ্রেণির ছাত্র রিয়াদ হোসেন তেঁতুলিয়া ইউনিয়নের কলিয়া গ্রামের মোঃ তবিবুর রহমান মোড়লের ছেলে।
জানা গেছে, রিয়াদ হোসেন দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিল। চিকিৎসা শেষে নিজ বাড়িত অবস্থান করছিল সে। হঠাৎ শরীরে করোনা উপসর্গ দেখা দেয়ায় গত ২৭ মে করোনা পরীক্ষার জন্য তার নমুনা তালা হাসপাতালের মাধ্যমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়।
সেখান থেকে গত ৩০ মে রিয়াদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর থেকে শিশু রিয়াদ আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করে। পরবর্তীতে গত ১২ জুন শিশু রিয়াদের নমুনা পুনরায় পরীক্ষার জন্য প্রেরণ করা হয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু মরণব্যধি ক্যান্সার তার পিছু ছাড়েনি।
চিকিৎসা অব্যাহত থাকলেও শেষ রক্ষা হয়নি তার। শুক্রবার রাতে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিয়াদ। দুই ভাইয়ের মধ্যে রিয়াদ ছিল বড়। এদিকে শনিবার সকালে বেদনা বিধূর পরিবেশে তালার কলিয়া গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply