সংবাদ বিজ্ঞপ্তি: শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র আয়োজনে জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করা হয়েছে। শনিবার (১৫আগস্ট) সকালে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার নিজস্ব কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, অসহায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। তিনি বলেন ‘বাঙালির ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা মুক্তিযুদ্ধ, সবচেয়ে সফলতম প্রাপ্তি স্বাধীনতা আর সবচেয়ে বড় ট্রাজেডি হলো বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা।’ জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মোঃ নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ হারুন উর রশিদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি, সহ সভাপতি মোঃ আব্দুল আলীম সরদার, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পৌর শাখার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) মীর রিয়াছাত আলী (ক্যাপ্টেন রাজা), পৌর ৫নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ আমিনুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম, ৮নং ওয়ার্ড শাখার সভাপতি সাংবাদিক মাসুদ আলী, ৯নং ওয়ার্ড শাখার সভাপতি হাজী মহসীন মোল্লা, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল, মোঃ আলম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা, সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সদস্য বোরহান বখতিয়ার, মোঃ নজরুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন।
Leave a Reply