1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
৭ বৈশাখ, ১৪৩২
Latest Posts
📰সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন📰ধরা’র আয়োজনে “হাওর অঞ্চলে বৈষম্য ও অব্যবস্থাপনা” বিষয়ক আলোচনা সভা📰আশাশুনি সরকারি কলেজে ৬  শিক্ষককে এডহক নিয়োগ📰রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না: পররাষ্ট্র উপদেষ্টা📰মাদকসহ বিএনপি নেতার স্ত্রী আটক📰ফলোআপ নিউজ তালায় সেচপাম্পের অবৈধ বিদ্যুৎ সংযোগে জীবন বিলকিস বেগমের!📰কুল্যায় ফিলিন্তিনদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ📰আনুলিয়ায় একশত পরিবারের  মাঝে খাদ্য সামগ্রী বিতরণ📰আশাশুনির খাজরা হাট বাজারের  ইজারা গ্রহিতার সাব ইজারা হস্তান্তর📰সাতক্ষীরা জেলা মন্দির সমিতির নব-গঠিত কমিটির অভিষেক

নাগরিক কমিটির সভায় সাতক্ষীরায় সাম্প্রদায়িকতার পুন:উত্থানে উদ্বেগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ২১০ সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির এক সভা শনিবার বেলা ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মো. আনিসুর রহিম।
সভায় সম্প্রতি আশাশুনির তেঁতুলিয়া গ্রামে ভাংচুর লুটপাটের ঘটনা, শহরের বাকাল জেলেপাড়ার জেলে সম্প্রদায়ের লোকজনের জমি দখল করতে ভাংচুর মারপিটের ঘটনা, কালিগঞ্জের নলতায় একটি এনজিও এর অফিস নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি পরবর্তী সংবাদ সম্মেলন করে নারী বিদ্বেষ ও সাম্প্রদায়িক উষ্কানী সম্বলিত বক্তব্য এবং শ্যামনগরের দক্ষিণ তালবাড়িয়ার হিন্দু সম্প্রদায়ের লোকজনের জমি দখল করতে হামলা মারপিটের ঘটনাসহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনা পর্যালোচনা করা হয়। সভায় এসব ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্টির যোগসূত্রতা সম্পর্কেও পর্যালোচনা করা হয়। সভায় ২০১২ সালে কালিগঞ্জের ফতেপুর-চাকদহের ঘটনা স্মরণপূর্বক ২০১৩ সালে সাতক্ষীরায় উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্টির ব্যাপক তান্ডবের ঘটনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সাতক্ষীরা জেলায় সম্প্রতি সংঘটিত এসব ঘটনার সাথে ২০১২-২০১৩ সালের ঘটনা সমূহের প্রারম্ভিক এক ধরণের মিল খুজে পাওয়া যায় বলে উল্লেক করা হয়। সভায় বলা হয়, জাতীয় আন্তর্জাতিক সাম্প্রতিক প্রেক্ষাপটে এসব ঘটনা যে কোন সময় দাবানলের মত ছড়িয়ে দিয়ে ২০১২-২০১৩ সালের মত প্রেক্ষাপট সৃষ্ঠি করতে উগ্র সাম্প্রদায়িক গোষ্টি তৎপর রয়েছে বলে পরিস্থিতিদৃষ্টে প্রতিয়মান হচ্ছে। সভায় এসব ঘটনার শুরুতেই কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষন করা হয়।
সভায় বিশ্বব্যাপি কোভিড-১৯ পরিস্থিতি এবং দেশব্যাপি বন্যা পরিস্থিতির মধ্যে সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী বাধভেঙে প্লাবিত এলাকাসহ অন্যান্য এলাকার মানুষের সীমাহীন দুর্ভোগ এবং সাতক্ষীরা পৌর এলাকাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় নাকাল মানুষকে বাঁচাতে সরকারের প্রতি আহবান জানানো হয়।
সভায় সাতক্ষীরার নদী ভাঙ্গন ও জলাবদ্ধতা সমস্যার সমাধানসহ জেলা নাগরিক কমিটির ২১ দফা দাবীতে পূর্ব ঘোষিত পক্ষকালব্যাপি গণস্বাক্ষর সংগ্রহ অভিযান মাসব্যাপি অব্যাহত রাখার পাশাপাশি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে নাগরিক সংলাপ ও দ্বিতীয় সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাতক্ষীরাবাসীর গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি পেশের কর্মসূচি পুননির্ধারণ করা হয়।
সভায় দেবহাটা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল গণির মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং এনটিভি-যুগান্তরের জেলা প্রতিনিধি সাংবাদিক সুভাষ চৌধুরী ও যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিবসহ অসুস্থ্য সকলের সুস্থ্যতা কামনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল হামিদ, সুধাংশু শেখর সরকার, এড. শেখ আজাদ হোসেন বেলাল, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, মাধব চন্দ্র দত্ত, আনোয়ার জাহিদ তপন, অপারেশ পাল, নিত্যা নন্দ সরকার, এড. মুনির উদ্দিন, আলী নুর খান বাবলু, শেখ সিদ্দিকুর রহমান, ওবায়দুস সুলতান বাবলু, আল মাহামুদ পলাশ, অধ্যাপক তপন কুমার শীল, আসাদুজ্জামান লাভলু, আফজাল হোসেন ও আবুল কালাম আজাদ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd