1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:০০ অপরাহ্ন
১৪ কার্তিক, ১৪৩১
Latest Posts

কালিগঞ্জে করোনা মোকাবেলায় স্বপ্ন প্রকল্পের স্বামী পরিত্যক্তা বিধবা নারীদের ভোগ্যপন্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ১২২ সংবাদটি পড়া হয়েছে

কালিগজ্ঞ (শহর) প্রতিনিধি:
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী ইউএনডিপি এর আওতায় স্বপ্ন প্রকল্পের মাধ্যমে সুশীলন এর বাস্তবায়নে কোভিড-১৯ মহামারীতে ভোগ্যপন্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহায়তা বিতরণ করা হয়েছে। ২৮ আগষ্ট মঙ্গলবার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নে ও কুশুলিয়া ইউনিয়নে পৃথক ভাবে স্বপ্ন প্রকল্পের বিধবা ও স্বামী পরিত্যক্তা ১২৪১ পরিবারে নারীদের মাঝে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিরতরণ করেন প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল। তিনি বলেন আমাদের হাত পরিষ্কার করে খাদ্য দ্রব্য গ্রহণ করলে শতকরা ৮০ ভাগ রোগ থেকে মুক্তি হওয়া সম্ভব। তিনি বলেন দরিদ্র মানুষকে কাজের মাধ্যমে সাবলম্বী ও প্রতিষ্টিত হতে হবে। হাত পেতে অনুদান গ্রহণ করা ভালো নয়। আমাদের জীবনের পরিবর্তন আনতে হবে। আরো বলেন আমাদের সন্তানদের সাধারণ শিক্ষায় শিক্ষিত না করে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে সন্তানেরা বেকার থাকবে না। বিশেষ অতিথির বক্তৃতায় ইউএনডিপি জাতীয় প্রকল্প ব্যবস্থাপক কাজল চ্যাটার্জী বলেন করোনাকালীন সময়ে দরিদ্র মানুষের সহায়তার জন্য ইউএনডিপি কাজ করছে। এই এলাকায় আমরা আগেও সহায়তা করেছি, ভবিষ্যতেও করবো। আমাদের সব সময় অন্যের সাহায্যের উপর নিভর করে থাকলে চলবে না। নিজেদের জীবন পরিবর্তন আনতে নিজেদের সৎ ইচ্ছা যথেষ্ট। তিনি এসময় কালিগঞ্জ উপজেলা কুশুলিয়া একটি গার্মেন্টেস ফ্যাক্টরী স্থাপনের কথা বলেন। তিনি জানান ইতি মধ্যে গার্মেন্টস এর জন্য ৯০ ভাগ কাজ সম্পন্ন করা হয়েছে। গার্মেন্টসটি প্রতিষ্ঠাতা হলে এলাকার হত-দরিদ্র নারীরা কাজের সুযোগ পাবে। বিশেষ করে দর্জি বিষয় যাদের অভিজ্ঞতা আছে ৪০জন নারী চাকরী করতে পারবে। এ এলাকায় গার্মেন্টস এর সুশীলন জমি সহ সহযোগিতার আশ্বাস দিয়েছে। তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম মোস্তফা। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য ডলী ইসলাম সহ অন্যান্য ইউপি সদস্য উপস্থিত ছিলেন। এদিকে বেলা সাড়ে ১১টায় কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদে স্বপ্ন প্রকল্পের মাধ্যমে সুশীলনের বাস্তবায়নে ও ইউএনডিপি সহযোগিতায় ভোগ্যপন্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ইউএনডিপির প্রকল্প ব্যবস্থাপক কাজল চ্যাটার্জী, বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, ইউপি সদস্য গোলাম মোস্তফা। এছাড়া আরো উপস্থিত ছিলেন সুশীলনের এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলাম, এরিয়া ব্যবস্থাপক আবু জাফর সিদ্দিকি মিলন, স্বপ্ন প্রকল্প কর্মকর্তা শেখ ফিরোজ উদ্দীন, ম্যানেজার নূর মোহাম্মাদ, আবু রায়হান প্রমূখ। মহামারী করোনা ভাইরাসের ফলে ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবার খাদ্য সংকট তীব্র আকার ধারন করায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি, দেবহাটা ও তালা উপজেলার ৫২টি ইউনিয়নে ক্ষতিগ্রস্থ নারী প্রধান ৩৭৯৬ টি পরিবারের মাঝে সিটি ব্যাংক এনএ আর্থিক সহায়তায় ভোগ্যপন্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহায়তা প্রদান করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে ও সুশীলনের তত্বাবধায়নে খাদ্য সহায়তা প্রদান প্যাকেজটিতে পরিবার প্রতি ১১টি আইটেম আছে। যারমধ্যে চাউল ১ কেজি, আটা ৬ কেজি, মুসুরীর ডাউল ৩ কেজি, সয়াবিন তৈল ২ লিটার, চিনি ১ কেজি, লবন ১ কেজি, সুজী ৫০০ গ্রাম, সাবান ৬ পিছ, হ্যান্ড সেনিটাইজার ১ পিচ, মাক্স ৭ পিচ প্রদান করা হয়। আগামী ১৯ ও ২০ আগষ্ট ৫টি উপজেলার বাকী ইউনিয়নের স্বপ্ন প্রকল্পের নারীদের খাদ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd