বিশেষ প্রতিনিধি: বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে জেলেরা বিনা অনুমতিতে অনুপ্রবেশ করে কাঁকড়া ধরার সময় ৫টি নৌকা আটক করেছেন। গতকাল সোমবার ভোরের দিকে কদমতলা স্টেশন কর্মকর্তা এম,এ সাঈদ ও মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে সদস্যরা সুন্দরবনের হাড়িভাঙা নদী ও টেরকাটির খাল থেকে নৌকাগুলি আটক করার সময় জেলেরা সুন্দরবনে পালিয়ে যায়। এসময়ে জেলেদের ব্যবহৃত ৫টি নৌকা, ১ হাজার মিটার জাল ও দা সহ আনুসাঙ্গিক জিনিষ পত্র জব্দ করা হয়। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা এম,এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে জেলেরা সুন্দরবনে প্রবেশ করে কাঁকড়া ধরার সময় তাদের ব্যবহৃত মালামাল আটক করা হয়। তবে জেলেরা পালিয়ে যায়। এঘটনায় বন আইনে মামলা হয়েছে।
Leave a Reply