শ্যামনগরে অসুস্থ রোগীদের মাঝে চেক বিতরন :উদ্বোধন করলেন এম,পি জগলুল হায়দার


বিশেষ প্রতিনিধি: শ্যামনগরে ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস স্ট্রোকে প্যারালাইসড ও জন্মগত হৃদ রোগীদের মাঝে চেক বিতরন উদ্বোধন করেন এম.পি এস,এম, জগলুল হায়দার। সোমবার সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা সমাজসেবা অফিসের ব্যবস্থাপনায় উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম আবুজর গিফারী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এস. এম. জগলুল হায়দার। উপজেলা সমাজসেবা অফিসার সহিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস. এম. আতাউল হক দোলন। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মজিদ প্রমুখ। এ সময় ২৫ জন রোগীর মাঝে ১২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এর পূর্বে উপজেলা নির্বাহী অফিসারের রুমে বিকেএসপিতে সুযোগ পাওয়া ৪ জন দুস্থ ক্ষুদে খেলোয়ারের মাঝে উপজেলা প্রশাসনের সহযোগীতায় চেক বিতরন করেন এম.পি এস, এম, জগলুল হায়দার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *