স্যানিটারী ন্যাপকিন ব্যবসায়ীদের ফলোআপ প্রশিক্ষণ


সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া পৗরসভার ৬ জন স্যানিটারী ন্যাপকিন ব্যবসায়ীদের ফল্আোপ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কিশোরী স্যানিটারী ন্যাপকিন উৎপাদন কেন্দ্র, সুলতানপুর, সাতক্ষীরাতে দিন ব্যাপী অনুষ্ঠেয় প্রশ্ক্ষিণের উদ্বোধন করেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার। প্রশিক্ষণ প্রদান করেন অত্র সংস্থার সাতক্ষীরা ফিল্ড অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম খান। কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক রাবেয়া খাতুন ও টুম্পা খাতুন। প্রশিক্ষণের মাধ্যমে স্যানিটারী ন্যাপকিন ঊৎপাদনে বাধা ও বাধাসমুহ দূর করার কৌশল নিয়ে আলোচনা করা হয় ও পণ্যের গুণগতমান ও বাজার উপযোগী পণ্য উৎপাদন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সালমা খাতুন, তাসলিমা খাতুন, রাবেয়া খাতুন ও জেসমিন আরাসহ অন্যান্য। প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন অত্র সংস্থার মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার রোকসনান পারভীন ও নন্দিতা রানী দত্ত। উৎপাদিত পণ্য সহজ মূল্যে কিশোরীদের নিকট পৌছে দেওয়ার কৌশল নিয়ে ও আলোচনা করা হয়। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *