সংবাদ বিজ্ঞপ্তি: গত ০৫ জুলাই ২০২০ সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর এক আভিযানে যশোর জেলার শার্শা থানাধীন রাঢ়ীপুকুর গ্রামস্থ এলাকায় মোঃ মোহন(২৭) এর মিষ্টির দোকানের সামনের পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ আহসান কবির(৩৮), পিতা- আবুল হোসেন, সাং- রাঢ়ীপুকুরিয়া, পোঃ চালিতা বাড়িয়া, থানা- শার্শা, জেলাঃ যশোর এবং ২। মোঃ জাহাঙ্গীর আলম(২৮), পিতা- আবুল কাশেম, মাতাঃ নেছারুন বেগম, সাং-পানিকাউরিয়া, থানাঃ কলারোয়া, জেলাঃ সাতক্ষীরাদ্বয়ের হেফাজত হইতে ৩০৫(তিনশত পাঁচ) পিচ ইয়াবা, মোবাইল ফোন-০১টি এবং সীম কার্ড- ০১টি সহ হাতে নাতে গ্রেফতার করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করা হয়। মামলা নং-০৩, তাং-০৫/০৭/২০২০ ।
Leave a Reply