পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।
খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ ও রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম এর পক্ষে খুলনা জেলা পরিষদ সদস্য ও পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু এবং কয়রার জেলা পরিষদ সদস্য মোঃ জহুরুল হক বাচ্চু পাইকগাছায় সাংবাদিকদের মাঝে পিপিই ও মাস্ক বিতরন করেন। করোনা ভাইরাসে মৃত্যু ঝুঁকি জেনেও জনগনের পাশে যারা থেকেছেন সর্বসময়। তাদের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য উপকরণ দিয়ে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন ইঞ্জিনিয়ার মাহবুবুর আলম। মঙ্গলবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনাতনে প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে কর্মরত সাংবাদিকদের মধ্যে পিপিই ও মাস্ক বিতরণ করেন। স্বাস্থ্য উপকরণ প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সদস্য সচিব প্রভাষক মোঃ মায়নুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তিরঞ্জন সেন, সাংবাদিক বৃন্দ ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোঃ মাসুদ পারভেজ রাজু , জেলা ছাত্রলীগ নেতা মোঃ সাব্বির হোসেন, ফাইমিন সরদার, হাফিজুল ইসলাম, কলেজ ছাত্রলীগ নেতা পল্লব বিশ্বাস, মোঃ আবিদ, জোবায়ের মোহাম্মদ নাহিন, আরিফ আহমেদ জয়, সোহানুর রহমান, সাগর, রিংকন, পল্লব মন্ডল, হিমন, আরাফাত, আবির হাসান প্রমূখ । এসময় সম্মানিত অতিথি জেলা পরিষদের সদস্য ও পাইকগাছা পৌর সভার সাবেক (ভারপ্রাপ্ত). মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু প্রেসক্লাব উন্নয়নের জন্য ১লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন এবং সকলকে প্রধানমন্ত্রী’র নির্দেশনা ও স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শে স্বাস্থ্য বিধি মেনে চলার কথা বলেন। পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য উপকরণ দেওয়ায় ইঞ্জিনিয়ার মাহাবুবুর আলম সহ জেলা পরিষদ সদস্যদের কে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন সভাপতি এফএমএ রাজ্জাক।
Leave a Reply