কোভিড-19 পরিস্থিতি: সাতক্ষীরা


প্রেস নোট: সাতক্ষীরা থেকে করোনা টেস্টের জন্য এ পর্যন্ত ২969 জনের নমুনা পাঠানো হয়েছে। ২093 জনের রিপোর্ট পাওয়া গেছে। সাতক্ষীরা জেলায় এখন পর্যন্ত 424 জনের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। তাদের মধ্যে 168 জন সুস্থ হয়েছেন, 10 জন মারা গেছেন, ২24 জন নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন এবং 22 জন প্রাতিষ্ঠানিক আইসোলেসনে আছেন। জেলায় মোট ২৪৬ জন আইসোলেসনে আছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *