কর্মহীন ও ক্ষতিগ্রস্ত পরিবারে সৈয়দ আমিনুর রহমান বাবু’র সহায়তা অব্যাহত

নিজস্ব প্রতিনিধি: করোনা পরিস্থিতি মোকাবেলায় ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের সহযোগিতায় এ আর্থিক সহায়তা হিসেবে নগত অর্থ প্রদান করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু। এসময় উপস্থিত ছিলেন আব্দুর রহমান, এসএম আশরাফুল ইসলাম, ইব্রাহিম খান বাবু, ঈসমাইল হোসেন প্রমুখ। সাবেক ছাত্রনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ভেঙ্গে যাওয়া ঘরবাড়ি, বাঁধ, ক্ষতিগ্রস্ত রাস্তাসহ ক্ষয়-ক্ষতি সম্পর্কে সাম্যক ধারণা গ্রহণ ও করোনায় কর্মহীন বিভিন্ন পরিবারে নিজ উদ্যোগে খাদ্য সহযোগিতা অব্যাহত রেখেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *