আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ভেড়িবাঁধ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। শুক্রবার দুপুরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী ভেড়িবাঁধ ভাঙ্গন প্লাবিত এলাকা পরিদর্শন করে পানি বন্দি মানুষের খোঁজ খবর নেন। পরিদর্শনকালে ভেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় দ্রুত সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং হাজরাখালি, কুড়িকাহুনিয়া সহ যে সমস্ত ভেড়িবাঁধ গুলো ভেঙ্গে প্লাবিত হয়েছে সে সমস্ত ভেড়িবাঁধ গুলো টেকসই ও মজবুত ভেড়িবাঁধ দেওয়ার জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী আব্দুর রহমানকে অবহিত করেন। এ সময় জেলা নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা, সেনাবাহিনী, বাপাউবো’র কর্মকর্তা, এসডিও কর্মকর্তা, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল উপস্থিত ছিলেন।
Leave a Reply