আশাশুনিতে ইউএনও’র খাদ্য গুদামপরিদর্শনসহ মোবাইল কোর্ট পরিচালনা


জুলাই ২ ২০২০

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিভিন্ন খাদ্য গুদাম পরিদর্শন সহ মোবাইল কোর্টে চার ব্যক্তিকে ৪০০ টাকা জরিমানা আদায়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মীর আলীফ রেজা আশাশুনি খাদ্য গুদাম ও বড়দল খাদ্য গুদাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে সরকারি নির্দেশ অমান্য করায় মুখে মাক্স না থাকায় বড়দল ইউনিয়নের আব্দুর রশিদের পুত্র মোজাম্মেল হোসেনকে ১০০ টাকা, খোরশেদ আলমের পুত্র আবুল হোসেনকে ৫০ টাকা, জিয়ারুল ইসলামের পুত্র মিলনকে ৫০ টাকা, নিরঞ্জন মন্ডলের পুত্র কিংকর মন্ডলকে ২০০ টাকা জরিমানা করেন। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রাখার আহবান জানান এবং সন্ধ্যা ৭টার পর থেকে ঔষধের দোকান ব্যতিত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখাসহ অহেতুক ঘোরাফেরা না করার নির্দেশ প্রদান করেন। এ সময় পিআইও সোহাগ খান, ফুড অফিসার আবু হেনা মোস্তফা কামাল ও অফিস সহকারী আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন