আশাশুনিতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত মোতাবেক নমুনা সংগ্রহের নিয়ম অবহিত করতে এলাকায় প্রচার করা হয়েছে। রোববার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার এ সংক্রান্ত ঘোষণায় জানিয়েছেন, স্বাস্থ্য কমপ্লেক্স-এ নমুনা সংগ্রহ বুথে প্রতি সপ্তাহে ৩ দিন নমুনা সংগ্রহ করা হবে। প্রতি রোববার, সোমবার ও বুধবার দুপুর ১১টা থেকে ১টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। নমুনা দিতে আগ্রহীদেরকে সরকার নির্ধারিত ইউজার ফি অনুযায়ী বুথ থেকে নমুনা সংগ্রহের জন্য ২০০ টাকা ফি জমা দিতে হবে। নমুনা প্রদানকারীকে টাকা প্রদানের পর অবশ্যই রশিদ সংরক্ষণ করতে হবে। নমুনা প্রদানে ইচ্ছুক যে কেউকে নমুনা প্রদানের পূর্বে অবশ্যই সকাল ১০টার মধ্যে রেজিস্ট্রেশন করাতে হবে।
তবে শুধুমাত্র শয্যাশায়ী, লকডাউন অঞ্চল ও হোম আইসোলেশনে থাকা রোগীদের ক্ষেত্রে বিশেষ বিবেচনায় বাসায় যেয়ে নমুনা সংগ্রহের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এক্ষেত্রে অনুগ্রহপূর্বক কেউ প্রভাব খাটানোর চেষ্টা করবেন না বলে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুদেষ্ণা সরকার অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply