স্টাফ রিপোটার ঃ সারাদেশের ন্যায় সাতক্ষীরায়ও শুরু হয়েছে গণ পরিবহন চলাচল। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনেই চালানো হচ্ছে এই গণ পরিবহন। তবে, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশী ভাড়া নেয়া হচ্ছ বলে যাত্রীরা অভিযোগ করেছেন।
যাত্রীরা জানান, সরকার ৫০ টাকার ভাড়া ৭৫ টাকা নির্ধারন করলেও পরিবহন শ্রমিরা ১০০ টাকা নিচ্ছেন। অর্থ্যাৎ ডাবল ভাড়া নিচ্ছেন তারা। তবে, কিছু কিছু পরিবহন শ্রমিক ভাড়া বেশী নেয়ার বিষয়টি স্বীকার করলেও অধিকাংশ শ্রমিকরা সরকার নির্ধারিত ভাড়ার বেশী কোন ভাড়া নেয়া হচ্ছেনা বলে দাবী করেন।
সাতক্ষীরা জেলা পরিবহন শ্রমিক ইউনয়নের কোষাধ্যক্ষ আনিছুর রহমান বলেন, সামাজিক দূরত্ব ও সরকার নির্ধারিত ভাড়া নিয়ে প্রতিটি গণপরিবহন টার্মিনাল ছাড়ছেন। তবে, পথে যেয়ে কেউ যদি সামাজিক দূরত্ব না মেনে ভাড়া বেশী নেন তবে তার দায় দায়িত্ব ওই পরিবহনের চালক, কন্ট্রাকটর ও হেলপার বহন করবেন। এর জন্য তারা দায়ী থাকবেননা বলে এই পরিবহন নেতা আরো জানান
Leave a Reply