শেখ বাদশা, আশাশুনি : সাতক্ষীরা টু আশাশুনি ও কোলা ঘোলা সড়কটির চলমান সংস্কার কাজ করোনার প্রাদূর্ভাবে বন্দ হয়ে যাওয়ায় চলাচলে দূর্ভোগ বেড়েছে পথচারীদের। জনগুরুত্বপূর্ণ এ সড়কটি বর্তমানে পরিনত হয়েছে ছোট বড় খানা খন্দে।
দীর্ঘদিনের অবহেলিত এ সড়কটির সংস্কার কাজ প্রায় ৭৭ কোটি টাকার বাজেটে শুরু হয়। যার সংস্কার কাজ দ্রুত গতিতেই এগিয়ে চলছিলো। কিন্তু করোনার প্রাদূর্ভাব ও বর্ষা মৌসুমের কারণে পিচের কার্পেটিংয়ের আগেই হঠাৎ বন্দ হয়ে যায় সংস্কার কাজ। অন্যদিকে যানবাহনের চলাচলের ফলে ও বৃষ্টির পানিতে সড়কের পাথর ও বালি উঠে সড়কের মধ্যে সৃষ্টি হয়েছে ছোট বড় খানা খন্দ। বুধহাটা বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী আব্দুল কাদের বলেন বর্ষার পানি সড়কের মধ্যে সৃষ্টি হওয়া গর্তে জমে থাকায় যানবাহনের চাকায় চিচকে ময়লা পানিতে আমাদের দোকান ও ক্রেতাদের পোষাক নোংরা করে দেয়।
ব্যস্ততম এ সড়কটি দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকা, খুলনা, যশোরসহ সাতক্ষীরা জেলা শহরের সাথে যোগাযোগ করে থাকেন। আর এ সড়কের একাধিক মিনিবাস চালক এ প্রতিবেদককে বলেন সড়কের মধ্যে অসংখ্য খানা খন্দ সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে তাদের যানবাহন চালাতে হয়। তিনি আরও বলেন প্রধানতম সড়কটির মধ্যে খানা খন্দ সৃষ্টি হওয়ায় প্রায় প্রতিদিনই কোন না কোন যানবাহন বিকল হয়ে সড়কের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। আর সড়কের মধ্যে যানবাহন বিকল হওয়ায় ভোগান্তি বেড়ে যায় চলাচলরত সাধারণ মানুষের। এব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামউদ্দীন বলেন পোর্ট বন্দ থাকার কারণে আমরা পাথর আমদানি করতে পারছি না। তবে সড়কটি চলাচলের উপযোগী করে রাখতে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। বর্ষা মৌসুম শেষে পুনরায় সংস্কার কাজ শুরু হবে বলে তিনি জানান।
Leave a Reply