সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের ইন্তেকালে শোক জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মোহাম্মদ নাসিম একজন সিনিয়র রাজনীতিবিদ ছিলেন। তার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি। তিনি ১৪ দলীয় জোটের সমন্বয়ক ছিলেন।’
শনিবার (১৩ জুন) বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান দলের শোক প্রকাশের বিষয়টি জানান। তিনি জানান, মোহাম্মদ নাসিমের মৃত্যুর খবর যখন আসে, তখন করোনা বিষয়ক একটি সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপির মহাসচিব। সংবাদ শুনেই তিনি গভীর দুঃখ প্রকাশ করেন।
মোহাম্মদ নাসিম শনিবার সকাল সোয়া ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Leave a Reply