সাতক্ষীরা শহরসহ পার্শ্ববর্তী এলাকার জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে যুক্ত হয়ে এই সভা করেন।
সভায় ৪৭৫ কোটি টাকা ব্যয়ে ‘সাতক্ষীরা জেলার পোল্ডার ১, ২, ৬-৮ এবং ৬-৮ (এক্সটেনশন) এর নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে বেতনা ও মরিচ্চাপ নদী খনন করা হবে এবং উক্ত দুই সদী সংলগ্ন ৮৮টি ছোট-বড় খাল পূর্ণখনন করা হবে। প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা শহর ও উজানের পানি খোলপেটুয়া নদীতে নিস্কাশনের ব্যবস্থা করা হবে। গত কয়েক বছর পূর্বেই প্রকল্পটি তৈরী করে পানি উন্নয়ন বোর্ড এবং সেটি অনুমোদনের অপেক্ষায় ছিল।
এ প্রকল্পের আওতায় এই এলাকার ৬০ দশমিক ৫০ কিলোমিটার নদী পুন:খনন করা হবে। নদী ড্রেজিং করা হবে ২০ দশমিক ৫০ কিলোমটার। খাল পুন:খনন করা হবে ৩৪৪ কিলোমিটার। বাঁধ পুনরাকৃতিকরণ করা হবে ১১৩ কিলোমিটার এবং ২৭টি নিষ্কাশন রেগুলেটর মেরামত ও পুনর্গঠন করা হবে।
Leave a Reply