বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থ বছরেরে রাজস্ব ও উন্নয়ন খাতের জন্য মোট ৫৬৮,০০০ কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেছেন। অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় বলেন মোট বাজেটে রাজস্ব ব্যায় ধরা হয়েছে ৩৬২,৮৫৫ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ করা হয়েছে ২০৫,১৪৫ কোটি টাঁকা। অর্থমন্ত্রী আগামী অর্থবছরেরে বাজেটে করোনা ভাইরাস মোকাবেলার জন্য ১০,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন। বৈশ্বিক মহামারীর কারনে থমকে যাওয়া অর্থনীতির চাকা পুরোপুরি সচল করার মত পরিস্থিতি কবে হবে সেই নিশ্চয়তা না থাকলেও তিনি আগামী অর্থ বছরেরে জন্য ৮.২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য মাত্রা স্থির করেছেন। তবে চলতি ২০১৯-২০ অর্থবছরের জন্যও ৮.২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য মাত্রা স্থির করা হলেও অর্থমন্ত্রী বলেন করোনার প্রভাবে সারাবিশ্বের অর্থনীতির হিসেব-নিকেশ সম্পূর্ণভাবে ওলটপালট করে দেয়ায় প্রবৃদ্ধি সংশোধন করে তা ৫.২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে ভয়েস অফ অ্যামেরিকার সাথে কথা বলেছেন বেসরকারি অর্থনৈতিক থিংক ট্যাঙ্ক পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মাশরুর রিয়াজ। বিশেষজ্ঞরা বলছেন এই বাজেটকে বাস্তবায়নের জন্য সরকারকে গতিশীল হতে হবে এবং একই সাথে দুর্নীতিকে নির্মূলের প্রচেষ্টাকে জোরদার করতে হবে।
Leave a Reply