জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ (কাইয়ূম-চুন্নু) কেন্দ্রীয় কমিটির সাবেক পাঠচক্র সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি এবং জাসদ জাতীয় কমিটির সাবেক সদস্য চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. জাহাঙ্গীর আলম মুকুট মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। তার বয়স হয়েছিল ৫০ বছর।
সোমবার (২২ জুন) ভোর ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ডা. মুকুট বাবা-মা, স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
এক শোক বার্তায় প্রয়াতের পরিবার-আত্মীয়-পরিজন-বন্ধু-স্বজন-সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ইনু-শিরীন বলেন, সামরিক স্বৈরশাসনের অবসানের আন্দোলন, সাম্প্রদায়িকতা-যুদ্ধাপরাধ বিচার আন্দোলন ও সমাজপ্রগতির আন্দোলনের সামনের কাতারের একজন সৈনিক ছিলেন ডা. মুকুট। একজন চিকিৎসক হিসেবে পেশাগত জীবনেও তিনি সমাজের নিম্নবর্গীয় জনগণের একজন বিশেষ বন্ধু ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন মানবি চিকিৎসক ও সমাজপ্রগতির আন্দোলনের সক্রিয় ব্যক্তিকে হারালো।
পৃথক বার্তায় জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা ও সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, জাতীয় কৃষক জোটের সভাপতি নুরুল আমিন কাওছার এবং সাধারণ সম্পাদ আশেক এলাহী, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সভাপতি আহসান হাবীব শামীম এবং সাধারণ সম্পাদক রাশেদুল হক ননী ডা. জাহাঙ্গীর আলম মুকুটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
Leave a Reply