1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
৪ বৈশাখ, ১৪৩২
Latest Posts
📰বহুকাঙ্খিত পোস্ট অফিস মোড় হতে পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড় পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন 📰ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে মোসলেমা আদর্শ একাডেমীর মানববন্ধন📰আশাশুনি জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির📰বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের মতবিনিময় সভা 📰সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে বাংলা নববর্ষ📰বাংলা নববর্ষ উদযাপনে খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্ণিল আয়োজন📰ফ্যাসিস্টের মুখাবয়ব কোনো রাজনীতির অংশ নয় : সংস্কৃতি উপদেষ্টা📰দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা📰এবারের সম্মেলনে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে: বিডা চেয়ারম্যান📰২৪-এর গণঅভ্যুত্থান বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে : প্রধান উপদেষ্টা

চার যুগ পেরিয়ে আলমগীর

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ১৯০ সংবাদটি পড়া হয়েছে

আলমগীর। ‘একের ভিতর অনেক’ বহুল প্রচলিত এই বাক্যটি তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একাধারে তিনি অভিনেতা, কণ্ঠশিল্পী, প্রযোজক, পরিচালক ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য। দীর্ঘ ৪৮ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে উপহার দিয়েছেন দুই শতাধিক চলচ্চিত্র। অভিনেতা হিসেবে সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার রেকর্ডটিও তার দখলে। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আজকের অবস্থানে এসেছেন কিংবদন্তিতুল্য এ অভিনেতা। কথা হলো তার সঙ্গে…

শুরুটা ‘আমার জন্মভূমি’ দিয়ে…

কলেজ জীবনেই অভিনয়ে পা দিয়েছিলাম। তবে পেশাদারিত্বের কথা বললে, ১৯৭২ সালের ২৪ জুন প্রয়াত চলচ্চিত্র পরিচালক আলমগীর কুমকুমের ‘আমার জন্মভূমি’ দিয়ে পথ চলা শুরু করি। এর মধ্য দিয়ে ক্যামেরার সামনেও প্রথমবারের মতো দাঁড়াই। ছবিটি করতে গিয়ে বেশ সাড়া পাই। ‘আমার জন্মভূমি’ মুক্তির আগেই বিভিন্ন জায়গা থেকে কাজের প্রস্তাব আসতে শুরু করে। তখন সিরাজুল ইসলামের ‘দসু্যরানী’, আজিজুর রহমানের ‘অতিথি’, আলমগীর কুমকুমের ‘মমতা’, মোহর চাঁদের ‘হীরা’ চলচ্চিত্রের কাজ শুরু করি। এরপর তো একে একে প্রায় দুইশ ছবিতে অভিনয় করেছি। সংখ্যাটা কম-বেশি হতে পারে।

সৈয়দ আব্দুল হাদীর কাছে গান শেখা…

একটা সময় গানের প্রতি ঝোঁক তৈরি হয়েছিল। তখন রাজধানীর গ্রিন রোডে একটি স্কুলে সৈয়দ আব্দুল হাদীর কাছে দু’তিন মাস গানও শিখেছি। এরপর মোস্তফা মেহমুদের ‘মনিহার’ সিনেমায় সত্য সাহার সুর সংগীতে গাজী মাজহারুল আনোয়ারের কথায় প্রথমবারের মতো পেস্ন-ব্যাক করি।

চলচ্চিত্র আমাকে অনেক দিয়েছে…

চলচ্চিত্র আমাকে অনেক কিছু দিয়েছে। অনেক কিছু শিখিয়েছে। অনেকেই আমাকে বিভিন্ন বিশেষণে অবহিত করার চেষ্টা করেন, তবে কেউ যদি আমাকে অভিনেতা বলে ডাকে, মনে তৃপ্তি পাই। সারাটা জীবন একজন অভিনেতা হতে চেয়েছি। আজকে আমার যাই আছে, তার পেছনে অনেক মানুষের সহযোগিতা রয়েছে। আলমগীর কুমকুম ভাইয়ের কথা না বললেই নয়। তিনি যদি আমাকে পর্দায় আবিষ্কার না করতেন, তাহলে হয়তো এতদূর আশা হতো না। তাছাড়া গুণী পরিচালক মোস্তফা মেহমুদ, কামাল আহমেদ, সুভাষ দত্ত, খান আতাউর রহমান, চাষী নজরুল, আমজাদ হোসেন, এজে মিন্টু, কাজী হায়াৎ, দেলোয়ার জাহান ঝন্টু, সাইফুল আজম কাশেম, মালেক আফসারীসহ অনেকের সঙ্গে আমার কাজের সুযোগ হয়েছে। আমার সৌভাগ্য যে এমন গুণী পরিচালকদের সাহচর্য্যে থেকে অভিনয় শেখার সুযোগ পেয়েছি।’

কাজের স্বীকৃতি, অনেক বড় তৃপ্তি…

কামাল আহমেদ পরিচালিত ‘মা ও ছেলে’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই। পরবর্তীতে আরও আটবার একই পুরস্কারে ভূষিত হয়ে বাংলাদেশে অভিনেতাদের মধ্যে সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এটা সত্যিকার অর্থেই আনন্দের বিষয়।

প্রযোজনা ও পরিচালনা…

দীর্ঘদিন অভিনয়ের পর প্রযোজনা ও পরিচালনার প্রতিও আমার আগ্রহ তৈরি হয়। সেই ধারাবাহিকতায় ‘ঝুমকা’ নামের একটি ছবি আমি প্রযোজনা করি। এরপর ‘নিষ্পাপ’ নামের একটি চলচ্চিত্র পরিচালনা করি। সর্বশেষ ‘একটি সিনেমার গল্প’ শিরোনামে আরও একটি চলচ্চিত্র নির্মাণ করি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd