জলবায়ু পরিবর্তন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, সুপেয় পানির সংকট, লবনাক্ততা বৃদ্ধি
প্রভৃতির কারনে উপকূলীয় এলাকা বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। টেকসই বেড়ী বাঁধ ও
সুপেয় পানি এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা
বৃদ্ধিকে মাথায় রেখে পুরানো বাঁধ সংষ্কার নয় নতুন ডিজাইনের টেকসই বাঁধ নির্মান ও
সুপেয় পানি নিশ্চয়তার দাবী করেছে সাতক্ষীরার নাগরিক সমাজ। গত ৭ জুন, ২০২০ সকাল ১০
টায় জলবায়ু উপদ্রুত এলাকায় উপকূলীয় বেড়িবাঁধ পুনঃনির্মাণ ও সুপেয় পানির নিশ্চয়তার
দাবীতে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের খোলপেটুয়া নদীতে
এক নৌ-বন্ধন ও পরবর্তীতে নদীতে ভাসমান সংবাদ সম্মেলন করা হয়। সাতক্ষীরা নাগরিক কমিটি,
সাতক্ষীরা জেলা নাগরিক আন্দোলন মঞ্চ, জলবায়ু পরিষদ, শ্যামনগর উপজেলা যুব ফোরাম ও গাবুরা
ক্লাইমেট রেজিলিয়েন্ট ফোরামের উদ্যোগে করোনা পরিস্থিতিতে সামাজিক দুরত্ব মেনে এই
নৌ-বন্ধন কর্মসূচী পালন করা হয়। নৌ-বন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাবুরা ক্লাইমেট
রেজিলিয়েন্ট ফোরাম এর সভাপতি জনাব আমজাদ হোসেন, জলবায়ু পরিষদের সভাপতি জনাব
আশেক-ই-ইলাহী প্রমুখ। এই কর্মসুচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা
চেয়ারম্যান জনাব এস এম আতাউল হক দোলন, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান জনাব
ভবতোষ কুমার মন্ডল, শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব খালেদা আইয়ুব ডলি।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক জনাব আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে বলেন এই
বিংশ শতাব্দীতে আমরা যখন ঘরে ট্যাব খুলে সুপেয় পানি পান করি, সেই পানি সংগ্রহের জন্য
উপকূলীয় এলাকায় একজন নারীকে ৩/৪ কি.মি. পথ হাঁটতে হয় প্রতিদিন। সুপেয় পানি
প্রাপ্তির জন্য উপকূল বাসীদেরকে এনজিওদের ত্রানের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এটি অমানবিক ও
অমর্যাদাকর। তিনি আরও বলেন বাঁধ ব্যবস্থাপনার জন্য ইউনিয়ন পরিষদের/উপজেলা পরিষদের আওতায়
একটি জরুরী তহবিল গঠন করতে হবে ও বাঁধ ব্যস্থাপনায় স্থানীয় ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করতে
হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার
মন্ডল। আরো বক্তব্য রাখেন ৭১ টিভির বরুন ব্যানার্জী। সংবাদ সম্মেলন উপস্তাপন করেন সাতক্ষীরা
নাগরিক কমিটির আলী নুর খান বাবলু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান। নৌ-বন্ধন ও পরবর্তীতে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব
করেন সাতক্ষীরা জেলা নাগরিক আন্দোলন মঞ্চ এর সভাপতি মোঃ ফাইমুল হক কিসলু। এ নৌ-বন্ধন ও
সংবাদ সম্মেলন সংহতি প্রকাশ করেন বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স, ইসলামিক রিলিফ ও
প্রগতি।
Leave a Reply