আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কুল্যা গ্রামসহ সদরের ফিংড়ী ও ধুলিহর ইউনিয়নের কয়েকটিগ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
জানাগেছে, কুল্যা গ্রামসহ সদরের ফিংড়ী ও ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর, কোমরপুর এলাকার পানি আমতখালী বিলের সরকারী খাল দিয়ে বেতনা নদীতে নিষ্কাশন হয়ে থাকে। কিন্তু কিছুদিন পূর্বে ধান চাষের জন্য চাষীরা স্লুইচ গেটের পাট ফেলে বিলে লবনাক্ত পানি উত্তোলন বন্দ করে দেয়। দীর্ঘদিন স্লুইচ গেটের পাট বন্দ থাকায় নদীর পলিমাটি গেটের সম্মুখে জমাট হয়ে যায়। ফলে বর্তমান বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিষ্কাশন হতে পারছে না। যদি কোন ভাবে গেটের সম্মুখ ভাগের পলি মাটি অপসারণ করা না যায় তবে দুই ইউনিয়ন সহ একটি ওয়ার্ড বৃষ্টির পানিতে প্লাবিত হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। মৎস্য ঘের ব্যবসায়ী মোঃ ইউসুফ সরদার বলেন, অধিক জনবল ছাড়া এ পলিমাটি অপসারণ করা সম্ভব নয়। তিনি সংশ্লিষ্ট ৩ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানদের কাছে স্লুইচ গেটের সম্মুখ ভাগের পলিমাটি অপসারণের উদ্যোগ গ্রহনের জন্য জোর দাবী জানিয়েছেন। একই সাথে বিষয়টি আমলে নিয়ে স্লুইচ গেটটি সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গ্রামবাসী।
Leave a Reply