আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে এসিল্যান্ড’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করাসহ মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানার হস্তক্ষেপে দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আবুল কালাম সরদারের কন্যা সামিরা খাতুন (১৫) কে বাল্যবিবাহের হাত থেকে মুক্ত করা হয়। এবং মেয়ের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ১৮ বছর পূর্তি না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না বলে লিখিত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। এসময় পুলিশ সদস্য, ইউপি সদস্য, (ভূমি) অফিসের নাজির সুগত অধিকারী উপস্থিত ছিলেন।
Leave a Reply