নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সামাজিক দূরত্ব বজায় না রেে গা ঘেঁষে বাসে চলাচল করছে যাত্রীরা। এরপর বাসে ওঠার সময়ও গেটে জড়ো হন আগের মতোই। জীবাণুনাশক স্প্রে না করার অভিযোগ করেছেন অনেক সচেতন যাত্রী।
এক যাত্রী বলেন, বাসের পক্ষ থেকে কোনো কিছুই জীবাণুনাশক করেনি। আরেক যাত্রী বলেন, আইনশৃঙ্খলা কঠোর না থাকায়। স্বাস্থ্য বিধি না মানার পাশাপাশি অনিয়ম এবং অব্যবস্থাপনার মধ্যদিয়ে সাতক্ষীরায় চলাচল করছে গণপরিবহন। হাতে গোনা কয়েকটি বাস ছাড়া বেশিরভাগ বাসে স্বাস্থ্যবিধি না মেনেই বহন করা হচ্ছে যাত্রী।
রবিবার সাকাল ৯ টার সময় সাতক্ষীরা থেকে আশাশুনি ছেড়ে যাওয়া বেশির ভাগ বাসের যাত্রীরাদের মাস্ক ছাড়া বাসে চলাচল করতে দেখা গেছে। কয়েক জন যাত্রী বাসের কন্ট্রাকটর কে অভিযোগ দিলো কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এক জন যাত্রী জানান আমি প্রতিদিন সকালে সাতক্ষীরা থেকে আশাশুনি যাই। প্রতিদিন দেখি যাত্রীরা মাস্ক ছাড়া গায়ে ঘেঁষাঘেঁষি করে বাসে উঠেন।
দিন দিন এ অবস্থা আরও অবনতী হচ্ছে। সচেতন যাত্রীরা জানান এ বিষয়ে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
Leave a Reply