করোনাভাইরাসে (কভিড-১৯) মারাত্মকভাবে অসুস্থ হয়ে সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশী রাজু সরকার যেন একেবারেই মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন। চিকিৎসকরা বলছেন, সদ্য বাবা হওয়া রাজু সন্তানের প্রতি টানের কারণেই হয়ত জীবনের আশা ছাড়েননি।
দীর্ঘ প্রায় পাঁচ মাস চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে ক্রমে সুস্থ হয়ে উঠেছেন রাজু। তাঁর সুস্থ হয়ে ওঠার ঘটনায় চিকিৎসকরাও বিস্মিত হয়েছেন, যা তুলে ধরা হয়েছে সে দেশের সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসে।
সিঙ্গাপুরে প্রথম যে কয়েকজন বিদেশি কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রাজু তাদের অন্যতম।
করোনাভাইরাসে দেহের ২৪ কেজি ওজন হারিয়েছিলেন রাজু। চিকিৎসা শেষে শুক্রবার টান টক সেং হাসপাতাল (টিটিএসএইচ) থেকে ছাড়া পেয়েছেন তিনি।
Leave a Reply