মেক্সিকোয় রাস্তার পাশ থেকে ১৪ লাশ উদ্ধার

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জাকাটিকাস রাজ্যে রাস্তার পাশ থেকে ১৪ টি লাশ উদ্ধার করা হয়েছে। আঞ্চলিক সরকার শুক্রবার এমনটি জানায়।কানাডার সংবাদ সংস্থা গ্লোবাল নিউজ এ খবর জানায়।

জানা গেছে, ওই রাজ্যে ভয়ংকর অপরাধী চক্র তৎপরতা রয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে রাস্তার পাশে লাশগুলো কম্বল দিয়ে মোড়ানো এবং টেপ দিয়ে আটকানো অবস্থায় দেখা যায়।

জাকাটিকাসের কৌঁসুলি ফ্রান্সিসকো মুরিল্লো সাংবাদিকদের বলেন, মৃতদের মধ্যে ৪ জনের লাশ শনাক্ত করা হয়েছে, তারা জুয়ান আলদামা শহরের অদিবাসী। মরদেহ পাওয়া গেছে ১৫০ কিলোমিটার দূরে ফ্রেসনিল্লোতে। তিনি বলেন, অন্য মৃতদেহগুলো চেনা যাচ্ছে না, এ সব মৃতদেহ বেশ কয়েকদিন আগের।

জাকাটিকাস যুক্তরাষ্ট্রে মাদক পাচারের প্রধান রুট, বিশেষজ্ঞদের মতে এই এলাকায় মাদক পাচারে জড়িত স্থানীয় অন্তত তিনটি চক্র রয়েছে, এদের মধ্যে দুইটি শক্তিশালী গ্যাং রয়েছে।

গত বুধবার উত্তর পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যে প্রতিদ্বন্দ্বী সিনালোয়া গ্রুপের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। ২০০৬ সালে মেক্সিকো সেনাবাহিনী মাদক বিরোধী অভিযান শুরুর করার পর থেকে এ পর্যন্ত ২ লাখ ৯০ হাজার লোকের মৃত্যু হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *