স্টাফ রিপোটার: দাখিলে সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় শতভাগ পাস করেছে। ৩১ মে বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের ওয়েভসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায় প্রতিষ্ঠানটি থেকে চলতি বছরে ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ২৯ জন ছাত্রী অংশ গ্রহণ করে। এর মধ্যে ১১ জন ছাত্রী আংশিক বিষয়ে ও ১৮ জন ছাত্রী সবস্বিষয়ে অংশ নেয়। বোর্ডের দেয়া ফলাফল জরিপে প্রতিষ্ঠানটি শতভাগ পাশ দেখানো হয়েছে। ফলাফলে দেখা যায় এ গ্রেড পেয়েছে ২২ জন, এ-মাইনাস পেয়েছে ০৩ জন, বি গ্রেড পেয়েছে ০১ জন এবং সি গ্রেড পেয়েছে ০৩ জন। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো: রুহুল আমিন জানান, সামগ্রিক বিবেচনায় তার প্রতিষ্ঠানে এবারের দাখিল পরীক্ষার রেজাল্ট ভাল। ব্যাচটি তুলনা মূলক দূর্বল থাকার কারণে এ প্লাস পাইনি বলে তিনি মনে করেন। তবে ব্যসটি যাতে আলেম পরীক্ষায় এপ্লাস পেতে পারে তার সার্বিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।
Leave a Reply