ডা. জাফরুল্লাহ স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে


ন্যাশনাল ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের সংক্রমণ কমেছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। শরীরও আগের চেয়ে ভাল। মানসিকভাবে উজ্জীবিত প্রবীণ এই মুক্তিযোদ্ধা।
ডা. জাফরুল্লাহ স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে। তবে বেশি কথা বলার কারণে গলার স্বর কিছুটা কমেছে। নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। নিয়মিত খাওয়া দাওয়া করছেন আর লেখালেখি নিয়েও ব্যস্ত। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। মানসিকভাবে অনেকটাই উজ্জীবিত তিনি। চিকিৎসাধীন অবস্থায়ও গণস্বাস্থ্যের স্থাপিত হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের খোঁজখবর নিচ্ছেন।
চিকিৎসকরা জানান, ডা. জাফরুল্লাহ ফুসফুসের সংক্রমণ গতকালের চেয়ে আজ আরও কমছে। নিয়মিত এন্টিবায়োটিক নিচ্ছেন তিনি। শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। নিয়মিত কিডনি ডায়ালাইসিস করছেন। স্বাভাবিক শ্বাস নিচ্ছেন, অক্সিজেন প্রয়োজন হয় না। তবে গলার ব্যথার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। চিকিৎসকরা তাকে জরুরি প্রয়োজন ছাড়া কথা বলতে নিষেধ করেছেন। তার শরীরে করোনাভাইরাস ইনফেকশন নাই। ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে মামুন মোস্তাফী ও নজীব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের পরীক্ষায় গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস সংক্রমণ ফলাফল পজেটিভ আসে। গত ১৪ জুন তিনি করোনা মুক্ত হলেও আরও কিছু স্বাস্থ্য সমস্যা থাকায় হাসপাতালেই থাকতে হচ্ছে। তিনি বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *