সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের জায়গা রাতের আঁধারে দখল করে পাকা দোকান ঘর নির্মাণ রুখে দিয়েছে বাজার কমিটি ও সাধারণ ব্যবসায়ীরা।
গত বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধার পরে ঝাউডাঙ্গা বাজারের কাপড় ব্যবসায়ী ও পাথরঘাটা গ্রামের আমজাদ হোসেনের ছেলে আমান বাজারের নদীর ধারে জায়গা দখল করে পাকা দোকান ঘর নির্মাণ করছিলেন। এসময় স্থানীয় ভূমি অফিসের সহকারী ইয়াসমিন সুলতানা খবর পেয়ে বাজারে গিয়ে সরকারি জায়গা দখল ও ঘর নির্মাণ করতে নিষেধ করেন তিনি। নিষেধ অমান্য করে দখল ও ঘর নির্মাণ কাজ অব্যাহত রাখেন কাপড় ব্যবসায়ী আমান।
পরবর্তীতে ভূমি অফিসের সহকারী, বাজার কমিটি ও স্থানীয় ব্যবসায়ীরা বাজারের জবরদখল কৃত জায়গায় ঘর নির্মাণ কাজ বন্ধ করেদেয়। পাকাঘর নির্মাণ বন্ধ হলেও গায়ের জোরে দখল করে রেখেছে বাজারের ওই জায়গা।
এব্যাপারে জানতে চাইলে ঝাউডাঙ্গা বাজারের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন বলেন, বাজারের জমি জবরদখল করে পাকা দোকান ঘর নির্মাণ করছিলেন শুভেচ্ছা বস্ত্রলয়ের মালিক আমান হোসেন। তিনি রাতেরবেলা হঠাৎ করে ইট,বালু,খোয়া নিয়ে ২৫-৩০ জন শ্রমিক দিয়ে জায়গা দখল করে পাকাঘর নির্মাণ করছিলেন। আমি খবর পেয়ে বাজারে গিয়ে ঘর নির্মাণ কাজ বন্ধ করেদিয়েছি। ডিসিআর বা সরকারি বরাদ্দ না নিয়ে ওই জায়গার দখলের চেষ্টা করছে আমান। সেখান থেকে ইট,বালু সরালেও টিন আর কাঠদিয়ে ঘিরে রেখেছে ওই জায়গা। এব্যাপারে বাজার কমিটির নিয়মে ব্যাবস্থা নাওয়া হবে। সরকারের নির্দেশনা ছাড়া কেউ বাজারের জায়গা জবরদখল দখল করতে পারবেনা।
এব্যাপারে ঝাউডাঙ্গা বাজারের কাপড় ব্যবসায়ী আমান হোসেন বাজারের জায়গা জবরদখলের অভিযোগ অশিকার করে বলেন,ওই জায়গা ৭-৮ বছর আগে আমি আমার চাচা তোয়েব হোসেনের কাছথেকে কিনেছি। সেখানে টিন ও কাঠদিয়ে ঘর করে ভাড়া দিয়েছি। ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করছিলাম। কিন্তু তার চাচা তোয়েব হোসেন বাজারের এই জায়গা সরকারের কাছথেকে বরাদ্দ নিয়েছেন কিনা তা জানেনা আমান হোসেন।
Leave a Reply