কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী কর্তৃক কালীগঞ্জের ১২ টি ইউনিয়নে ৫৪০ টি মসজিদে ৫০০০ টাকা করে মোট ২৭ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। ২ জুন সোমবার বেলা সাড়ে ১২ টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মসজিদের ইমাম ও কমিটির নেতৃবৃন্দের কাছে টাকার চেক হস্তান্তর করেন। কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি, থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি ও বাজার গ্রাম দিদার এলাহী জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল গফুর, কালীগঞ্জ উপজেলা ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয় ারটেকার নুরুল ইসলাম উপজেলা মসজিদের ইমাম মাওলানা আকরাম হোসেন সহ বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জেম সহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দেশব্যাপী বিরাজমান করোনা ভাইরাস সংক্রামক পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণে নানাবিধ কারণে দেশের মসজিদগুলোতে মুসলি¬গণ স্বাভাবিকভাবে ইবাদাত করতে পারছে না এতে দান সহ অন্যান্য সাহায্য কমে যাওয়া মসজিদের আয় হ্রাস পেয়েছে ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়েছে পড়েছে এ বিষয় টি মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিদ্যমান পরিস্থিতিতে মসজিদ সমূহের আর্থিক অসচ্ছলতা দূরীকরণে প্রত্যেক মসজিদের অনুকূলে ৫০০০ টাকা হারে অনুদান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিষ্ঠিত ইসলামী ফাউন্ডেশন এর মাধ্যমে সংশি¬ষ্ট বিভাগ জেলা ও উপজেলা কার্যালয়ে পরিচালক এর উপ-পরিচালক হিসাব নম্বরের মাধ্যমে প্রেরণ করেন ২ লক্ষ ৪৪ হাজার ৪৩ মসজিদের প্রত্যেকটির অনুকূলে ৫০০০ টাকা করে ১২২ কোটি দুই লক্ষ ১৫ হাজার টাকা প্রদান করেন এর প্রেক্ষিতে দেশের সকল জেলায় অবস্থিত সিটি করপোরেশন ও পৌরসভা এলাকা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অবস্থিত প্রতিটি মসজিদে কমিটির সভাপতি সেক্রেটারি কোষাধক্ষ্য ও মসজিদের ইমাম মোয়াজ্জেম সদস্যদের মাধ্যমে চেক প্রদান করা হয় তারই ধারাবাহিকতায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৫৪০ মসজিদে ৫০০০ টাকা করে ২৭ লক্ষ টাকা চেক মসজিদের ইমাম মুয়াজ্জিন ও কমিটির সদস্যদের কাছে দেওয়া হয় কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে মসজিদে দোয়া করতে বলেন এবং আর্থিক অনুদান মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বেতন বাবদ দেওয় ার জন্য মসজিদ কমিটির কাছে অনুরোধ জানান।
Leave a Reply