আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে অবৈধভাবে নদী থেকে আহরণকৃত রেনুপোনা ধরার নেটজাল বিনষ্ট করাসহ সরকারী নির্দেশ অমান্য করায় সর্বমোট ১১ হাজার ১ শত টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। রবিবার সকাল ৮টায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলার বড়দল ইউনিয়নের বড়দল বাজার ও খাজরা ইউনিয়নের খাজরা বাজারে অবৈধভাবে নদী থেকে আহরণকৃত রেনুপোনা ক্রয় করে পরিবহন করায়, রেনুপোনা আটক করে নদীতে অবমুক্ত করাসহ নেটজাল বিনষ্ট করা হয়। এবং দোষী ব্যক্তিদের ভ্রাম্যমান আদালতে ১১ হাজার টাকা জরিমানা করেছেন। নদী থেকে অবৈধভাবে নেটজাল দিয়ে রেনুপোনা না ধরার জন্য সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সচেতন করেন। এছাড়া সামাজিক দুরত্ব বজায় না রাখা এবং মাস্ক না থাকায় দুই জনকে ১ শত টাকা জরিমানা করা হয়েছে। এবং মাস্ক ব্যবহার করা ও সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সবাইকে সচেতন করা হয়েছে বলে জানিয়েছে। এসময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা, আশাশুনি থানার পুলিশ ফোর্স, অফিস সহকারী আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।
Leave a Reply