1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন
২ কার্তিক, ১৪৩১
Latest Posts

আশাশুনিতে পুলিশ সুপার এর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৭৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে পুলিশ সুপার মোঃ মুস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ খাদ্য সামগ্রী বিতরণ করেন এ এসপি সার্কেল শেখ ইয়াসিন আলী। আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৬০০ পরিবার ও শ্রীউলা ইউনিয়নের ৬০০ পরিবার মোট ১২০০ পরিবারের মাঝে প্রত্যেককে ১৪ কেজি আটা বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ কালে এ এসপি সার্কেল শেখ ইয়াসিন আলী বলেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে ও দিকনির্দেশনায়  আশাশুনি উপজেলার শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের পানিবন্দি মানুষ যারা অসহায় অবস্থায় দিনযাপন করছে তাদেরকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। আমরা জনগণের সেবক হিসাবে সব সময় সাধারণ মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। তিনি আরো বলেন, আগামী দিনে এই এলাকার পানিবন্দি মানুষ খাদ্য সহায়তার পাশাপাশি যাহাতে চিকিৎসা সেবা পায় তার ব্যবস্থা করা হবে। খাদ্য বিতরণ কালে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মাহফুজুর রহমান, এসআই হাসানুজ্জামান, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, পুলিশ কর্মকর্তা ও সদস্য বৃন্দ জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd