মশাল ডেক্স,
হঠাৎ করে শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে আইন অমান্য করে প্রকাশ্যে অবৈধ ভাবে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ মহোৎসব চলছে। জানা যায়, স্থানীয় কিছু স্বার্থন্বেষী ব্যক্তি মহল বিশেষকে ম্যানেজ করে অবৈধ দখলদারিত্বে মেতে উঠেছে। সরেজমিনে দেখা যায়, দক্ষিণ কদমতলা গ্রামের মৃত আব্দুল গফুর মোল্যার পুত্র প্রাথমিক শিক্ষক আব্দুর রাজ্জাক ও তার ভ্রাতা আব্দুস সাত্তার মোল্যা হরিনগর চাউল বাজারে সরকারি জায়গা দখল করে পাকা চাউলের গোডাউন নির্মাণ করছে। নৌ পুলিশ ফাঁড়ির পিছনে ফজলু রহমান সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করছে। হরিনগর বাজারে দুর্গা মন্দিরের পিছনে বাক্কার মোল্লা সরকারি জায়গায় পাকাঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। হরিনগর কাঁকড়া বাজারের পিছনে আর সি সি পিলার দিয়ে স্থানীয় প্রভাবশালী নুর ইসলাম গাজী সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করছে। ইতোপূর্বে হরিনগর বাজারে অধিকাংশই সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের প্রমাণ রয়েছে। আইন অমান্য করে সরকারি জায়গা দখল করে সরকারের বিপুল রাজস্ব থেকে বঞ্চিত করছে। বিষয়টি সম্পর্কে মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আইনুল হককে নিষ্কৃয়তার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। আমি জানার পর পরেই নোটিশ প্রদানের প্রস্তুতি গ্রহন করেছি।
Leave a Reply