প্রেস বিজ্ঞপ্তি
সাতক্ষীরার দৈনিক পত্রদূত সম্পাদক বীরমুক্তিযোদ্ধা স ম আলাউদ্দিনের ২৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা নাগরিক কমিটির এক আলোচনা সভা বৃহস্পতিবার সন্ধ্যায় পত্রিকা অফিসে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সুধাংশু শেখর সরকার, শেখ মনিরুজ্জামান, মধাব চন্দ্র দত্ত্ব, এড. শেখ আজাদ হোসেন বেলাল, আবুল হোসেন, প্রভাষক ইদ্রিশ আলী, আলী নুর খান বাবুল, এড, মনির উদ্দিন, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, শেখ সিদ্দিকুর রহমান, ওবায়দুস সুলতান বাবলু প্রমুখ।
উল্লেখ্য ১৯৯৬ সালের ১৯ জুন দৈনিক পত্রদূত অফিসে কর্মরত অবস্থায় ঘাতকের গুলিতে প্রাণ হারান মহান মুক্তিযুদ্ধের সংগঠক, তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা স ম আলাউদ্দিন। তিনি সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি এবং ভোমরা স্থল বন্দর ব্যবহারকারী সমিতির সভাপতিসহ অসংখ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তিনি সাতক্ষীরার নাগরিক আন্দোলনের সাথেও যুক্ত ছিলেন। আলোচনা সভার বক্তরা স ম আলাউদ্দিন হত্যাকারীদের বিচারের দাবী জানান
Leave a Reply