1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
৭ অগ্রহায়ণ, ১৪৩১
Latest Posts
📰প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন📰আন্দোলনে সাধারণের পক্ষে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়েছে সেনাবাহিনী : ড. ইউনূস📰অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, সাতক্ষীরা সীমান্তে আটক ২📰উপকূলীয় জীবনের সুরক্ষায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবিতে বাগেরহাটে মানববন্ধন📰‘উপকূলীয় নারীদের সফলতা ও জ্ঞানের কথা’ শীর্ষক অভিজ্ঞতা সভা📰বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন📰আশাশুনির বুধহাটা ক্লাস্টারের দুরাবস্থাগ্রস্থ ৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণের ঝুঁকির মধ্যে চলছে ক্লাশ 📰আশাশুনিতে উপজেলা শুমারী  কমিটির সভা অনুষ্ঠিত📰পাইকগাছায় শিক্ষার্থীদের বিক্ষোভ!প্রধান শিক্ষকের অপসারণ দাবি📰জলবায়ু ন্যায্যতার দাবীতে সাতক্ষীরাতে মানববন্ধন অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত প্রচেষ্টা শক্তিশালীকরণের লক্ষ্যে অনুষ্ঠিত জরুরী সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১ জুন, ২০২০
  • ১৯৯ সংবাদটি পড়া হয়েছে

জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল মহোদয়ের সভাপতিত্বে জেলা ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত প্রচেষ্টা শক্তিশালীকরণের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাতক্ষীরা-২ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব মীর মোস্তাক আহমেদ রবি,  জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ নজরুল ইসলাম, পুলিশ সুপার, সিভিল সার্জন, মেয়র সাতক্ষীরা পৌরসভা, সদর উপজেলা চেয়ারম্যান,  ডিডি এন এস আই, উপপরিচালক- স্থানীয় সরকার উপস্থিত ছিলেন। এছাড়া, উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডিআরআরও এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং উপজেলা নির্বাহী অফিসারগণ জুমের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।

সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়ঃ

০১। প্রাণ সায়েরের খাল (সাতক্ষীরা খাল) এর মধ্যের বাঁধ কেটে দেওয়া হবে।

০২। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যাতিত প্রতিটি সরকারি হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।   

০৩। সকল পর্যায়ে ড্রেন, নালা, খাল, জলাশয়, মজা পুকুর হতে কচুরিপানাসহ অন্যান্য ময়লা পরিষ্কার করা হবে।

০৪। সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে ওয়ার্ড/ পাড়া/মহল্লা ভিত্তিক বাড়ি বাড়ি গিয়ে বাড়ির আশে পাশের  ঝোপঝাড় পরিস্কারসহ   মশার জন্মানোর স্থান সমূহে কীট নাশক  স্প্রে করার  কার্যক্রম শুরু হবে।  

০৫। সাতক্ষীরা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পূর্বে গঠিত কমিটি কর্তৃক  লার্ভিসাইড প্রয়োগের  মাধ্যমে এডিস মশার  বংশ বিস্তার রোধে আগামী ০৩ জুন বুধবার সকাল ৭.০০ টায়  প্রাণ সায়েরের খালের একটি অংশ চিহ্নিত করে পৌরসভার পরিচ্ছন্নকমীদের নিয়ে এবং একই দিনে অর্থাৎ বুধবার সকাল ৭.০০ টায়  প্রতিটি উপজেলা , ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পূর্বে গঠিত কমিটি কর্তৃক  ফগার মেশিন ও  স্প্রে মেশিন নিয়ে লার্ভিসাইড প্রয়োগের  মাধ্যমে এডিস মশার  বংশ বিস্তার রোধে ব্যানার ও লিফলেটসহ ডেঙ্গু বিরোধী অভিযান শুরু  হবে। 

০৬। এডিস মশা সাধারণত সকালে এবং সন্ধ্যায় চলাফেরা করে বিধায় এডিস মশার চলাফেরার সময়ে অর্থাৎ সকালে ১ ঘন্টা এবং সন্ধ্যায় ১ ঘন্টা  আবশ্যিকভাবে কীট নাশক স্প্রে কার্যক্রম  অব্যাহত রাখতে হবে।  

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd