জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের প্রত্যক্ষ শিকার বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের তান্ডবে উপকূলীয় এলাকাবাসীর জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। টেকসই বাঁধ না থাকায় প্রতিবছর জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং নদীর পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। সম্প্রতি ঘূর্ণিঝড় আম্ফানের কারনে বাঁধ ভেঙ্গে এ এলাকার মানুষ মাথা গোজার ঠাঁইটুকু হারাতে বসেছে। অধিকন্তু খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকটে ভুগছে উপকূলীয় জনগণ। এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় ২০ জুন ২০২০, সকাল ১০ টায় লিডার্স বাস্তবায়নাধীন “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগনের জীবন জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ২৫০ পরিবারে খাদ্য উপহার প্রদান করা হয়। প্রতি পরিবারের জন্য খাদ্য উপহার প্যাকেজে চাল- ১০ কেজি, ডাল- ১ কেজি, আলু- ২ কেজি, তেল- ১ লিটার, লবন-১ কেজি, সাবান- ১ টি, মাস্ক-৩টি, স্যানিটারী ন্যপকিন-১ প্যাকেট, স্যালাইন-৪ প্যাকেট বরাদ্দ ছিল। জলবায়ু উপদ্রুত এলাকায় লিডার্সের উদ্যোগে করোনা পরিস্থিতিতে সামাজিক দুরত্ব মেনে এই কর্মসূচী পালন করা হয়। উক্ত খাদ্য উপহার প্যাকেজে বিতরন কালে বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান বাবু ভবতোষ কুমার মন্ডল, প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রউফ, ৮ নং ও ৯নং ওয়ার্ডের সদস্য জনাব কামরুল ইসলাম ও জনাব স্বপন কুমার হালদার উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের হাতে খাদ্য উপহার তুলে দেন। এছাড়া বিগত ২৩ মে ২০২০ তারিখ থেকে বুড়িগোয়ালিনী ইউনিয়নে প্রতিদিন ১০০০০ লিটার সুপেয় পানি বিতরন অব্যহত রয়েছে।
Leave a Reply