আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে উপজেলা চেয়ারম্যান ও উপজলো আওয়ামীলীগরে সভাপতি এবিএম মোস্তাকমিরে ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন। শুক্রবার বিকালে তিনি শ্রীউলা ইউনিয়নে হাজরাখালী ও প্রতাপনগর ইউনিয়নে কোলা এলাকা পরর্দিশনকালে বলেন, বেড়ি বাধ ভেঙে কয়কেটি ইউনিয়নে সর্ম্পূণ পানির উপরে ভাসছে এবং র্ঘূণঝিড় আম্ফানের তাণ্ডবে ঘরবাড়ি ভেঙে যাওয়ায় মানুষ যেমন গৃহ হারা হয়ে পড়েছে ঠিক তেমনি অপরদিকে এই সকল ভেড়িবাঁধ ভাঙ্গার কারণে মৎস্য ঘরে প্লাবতি হয়ছে। মৎস্য ঘরে প্লাবতি হওয়ায় চিংড়ি মাছ নির্ভরশিল এলাকার মানুষ শত শত কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়ছে। ফসল গবাদি পশুর ক্ষতিও হয়ছেে কয়কে কোটি টাকার। এখন র্পযন্ত নদী ভাঙ্গন কবলতি যেসকল ওয়াপদা ভেড়িভাঁধ আটকানো সম্ভব হয়নি সেগুলো যদি দ্রুত আটকানো না যায় তাহলে ঘর বাড়ি সহ যে পরমিাণ ক্ষতির সম্মুখীন হবে তাহা আগামী দিনে কাটিয়ে ওঠা সম্ভব হবে না। নদী ভাঙ্গন কবলতি ওয়াপদা বাঁধ দ্রুত মেরামতের জন্য বাংলাদশে সেনাবাহিনী ও ওয়াপদা র্কতৃপক্ষ এবং র্সবোপরি মাননীয় প্রধানমন্ত্রী জননত্রেী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি নদী ভাঙ্গন কবলতি ভেড়িবাঁধ মেরামোত ও ভাঙ্গন কবলতি অসহায় মানুষরে পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহ্বান জানিয়েছেন। এসময় শ্রীউলা ইউপি চেয়ারম্যান ও উপজলো আওয়ামীলীগরে যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা সাকিল, উপজলো আওয়ামীলীগরে সাংগঠনকি সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজলো আওয়ামীলীগরে দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, ইউপি সদস্য বৃন্দ উপস্থতি ছলিনে।
Leave a Reply