নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় করোনা প্রাদূর্ভাবের মধ্যে কর্মহীন অসহায় মানুষের সাথে পবিত্র ঈদের খুশি ভাগা ভাগি করে নিতে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করেছে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক, জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা রাইচ মিল মালিক সসিতির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু। রবিবার (১৭ মে) বেলা ১১টায় শহরের এবি ব্যাংক সংলগ্ন তার নিজস্ব অফিসে তার ব্যক্তিগত উদ্যোগে করোনার প্রভাবে অসহায় ৩০০ পরিবার কে ঈদের শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষ মো. মশিউর রহমান বাবু’র দেওয়া খাদ্য সামগ্রী তারা বেজায় খুশি। খাদ্য সামগ্রী নিয়ে বাড়ি ফেরার পথে সবাই মশিউর রহমান বাবু’র জন্য প্রাণ খুলে দোয়া করেন। তার মত সমাজের বিত্তবানদেরকেও অসহায় মানুষের পাশে দাঁড়াবার আহবান জানিয়েছে এবং তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাতক্ষীরার সচেতন মহল।
Leave a Reply