জাসদ নেতা এএফএম আইয়ুব আলীর স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি ও জাসদ নেতা এএফএম আইয়ুব আলীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইয়ুব আলীর স্মৃতি চারণ করে বক্তারা বলেন, আইয়ুব আলী ছিলেন একজন নির্লোভ রাজনৈতিক নেতা। তিনি ব্যক্তিগত জীবনে কষ্ট শিকার করেও কোন সুবিধাবাদের রাজনীতির সাথে আপোষ করেননি। আইয়ুব আলী সমাজতান্ত্রিক রাষ্ট্র কাঠোমোর পক্ষে আজীবন লড়াই করে গেছেন।
সভায় কেন্দ্রীয় জাসদের সহসভাপতি কাজী রিয়াজের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি ওবায়েদুস সুলতান বাবলু, সহসভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফাহিমুল হক কিসলু, বাসদ নেতা আজাদ হোসেন বেলাল, জেএসডি নেতা আব্দুল জব্বার, বাসদ নেতা চিত্ত রঞ্জন সরকার, উপাধ্যক্ষ মঈনুল হাসান, অধ্যাপক সাবীর হোসেন, স্বপন কুমার শীল, সাংস্কৃতিক কর্মী নাসরিন খান লিপি, প্রয়াত আইয়ুব হোসেনের ছেলে আলী আম্বিয়া চঞ্চল প্রমূখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *