৪০০ বিঘার অধিক পাকা ধান নষ্ট হওয়ার উপক্রম


কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের বসন্তপুর দক্ষিণ বিলের পানি নিস্কাশনের পথ বন্ধ করায় ৪০০ বিঘা জমির পাকা ধান ও গো খাদ্য খড় নষ্ট হওয়ার উপক্রম দেখা দিয়েছে। গত ৭ মে সন্ধ্যা সময় ভারি বৃষ্টি হওয়ায় ওই বিলের প্রায় ৪০০ বিঘা জমির পাকা ধান সম্পূর্ণ তলিয়ে যায়। এছাড়া বিলের উপর থেকে পানি এসে জমির পাকা ধান তলিয়ে যাবার উপক্রম দেখা দিয়েছে। ফলে ৪০০ বিঘা জমির ফসল ও খড় নষ্ট হবে বলে ওই এলাকার কৃষকদের ধারণা। বহু বছর ধরে ওই বিলের পানি নিস্কাশনের একটি পথ ছিল খাল ও ব্রিজ, যাহা কপোতাক্ষ নদের সাথে সংযুক্ত। কিন্তু এলাকার প্রভাবশালী একটি মহল ওই খাল ও ব্রিজের পানি নিস্কাশনের পথ বন্ধ করে দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করেছে। ওই ব্রিজের পানি নিস্কাশনের পথ খুলে দিলে কপোতাক্ষ নদ দিয়ে পানি চলে যেতে পারবে। এতে প্রতি বিঘা জমির ফসল নষ্ট হবে না বলে জানিয়েছে ওই এলাকার কৃষকরা। তাই এক্ষণে ওই বিলের পানি নিস্কাশনের পথ খুলে না দিলে চলতি বছরসহ প্রতি বছর এভাবে ফসল ক্ষতি হতে থাকবে। ফলে কৃষকদের ভোগান্তির শেষ থাকবে না। তাই বিষয়টি জরুরীভাবে সমাধানের জন্য ওই এলাকার কৃষকরা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *