জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ বৃহস্পতিবার ৩০ এপ্রিল এক বিবৃতিতে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সরবারহকৃত এন-৯৫ মাস্কের নামে মানহীন নকল মাস্কের মান নিয়ে প্রশ্নতোলা মুগদা জেনারেল হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করাসহ করোনাকালেও স্বাস্থ্য অধিদফতর কর্তৃক জরুরি কেনাকাটায় ভয়ানক দূর্নীতির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তর নিজেদের দূর্নীতি ও লুটপাটের দায় আড়াল করতে এবং তাদের অপরাধের নিশানা ও চিন্থ মুছে ফেলতে চিকিৎসকদের হুমকি ধামকি দিচ্ছে, চাপের মধ্যে রাখছে। স্বাস্থ্য অধিদপ্তরের সরবারহকৃত নকল ও মানহীন মাস্ক, পিপিই, গ্লাভসসহ অন্যান্য সুরক্ষা সামগ্রীর কারণেই করোনার বিরুদ্ধে যুদ্ধে প্রথমসারির যোদ্ধা চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনা সংক্রমণের হার মারাত্মক পর্যায়ে উপনীত হয়েছে। জাসদ নেতৃদ্বয় বলেন, করোনাকালেও স্বাস্থ্য অধিদপ্তরের কেনাকাটায় দূর্নীতি-লুটপাট চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা ও পরিকল্পিতভাবে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার জঘন্য অপরাধের সমতুল্য। জাসদ নেতৃদ্বয় মাস্কের মান নিয়ে প্রশ্নতোলা মুগদা জেনারেল হাসপাতালের ঐ পরিচালকের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা অবিলম্বে প্রত্যাহার করে তিনিসহ সমগ্র চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের কাছে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া এবং স্বাস্থ্য অধিদপ্তরের কেনাকাটার সাথে যুক্ত ভয়ংকর দূর্নীতিবাজ-লুটেরা কর্মকর্তাদের অবিলম্বে অপসারণ করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান।
Leave a Reply