সামাজিক দূরত্ব বজায় রাখতে এনজিওদের ভূমিকা নির্ধারণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাতক্ষীরার এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। চলমান পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য সীমিত পর্যায়ে খুলে দেয়া হবে। এ সভায় জেলার প্রতিটি বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি এনজিও কর্মীদের মাধ্যমে টিম গঠন করে তদারকি করার সিদ্ধান্ত গৃহীত হয়। জেলার প্রতিটি বাজারে স্থানীয় পর্যায়ে তদারকি টিম গঠন করে প্রশাসনকে সহযোগিতা করতে সভায় উপস্থিত সকল এনজিও আগ্রহ প্রকাশ করেন। প্রত্যেক সদস্যের জন্য হলুদ বা নীল রঙের পোষাকে “সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসন কতৃক অনুমোদিত সেচ্ছাসেবী” লেখা সম্বলিত ওভারকোট ব্যবহার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply